মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচ জনকে আদালত ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। গতকাল সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ। আসামীদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছর। আদালত কারাদন্ড ছাড়াও প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দন্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়ীতে ডাকাতি করে। সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি খান মো. আলাউদ্দিন ও আসামী পক্ষে এডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।