সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সেন্টমার্টিন কোস্টগার্ড কন্টিনজেন্টের কর্মকর্তা এম এস ইসলাম এ মামলা দায়ের করেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘সেন্ট মার্টিনের কাছে সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারডুবির ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার চারজনসহ মোট ৮ জন ‘দালালকে’ এ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, ‘মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া চারজনকেও এ মামলায় গ্রেফাতার দেখানো হয়েছে। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা, বাকি ৬ জন বাংলাদেশি নাগরিক।’
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক জানান, বুধবার ভোর রাতে সেন্ট মার্টিনের কাছে সাগর থেকে আরো এক রোহিঙ্গাকে অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে সেন্ট মার্টিনের কাছে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে মোট ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় মঙ্গলবার চার শিশু ও ১১ নারীর লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় পড়া ট্রলারে সব মিলিয়ে মোট ১৩৮ জন আরোহী ছিলেন। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের নোয়াখালীয়াপাড়া থেকে দুটি ট্রলার সোমবার গভীর রাতে ছেড়ে যায়।