বুধবার, ২৯ Jun ২০২২, ০১:৩৮ অপরাহ্ন
পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশু রিমঝিমের মৃত্যু হয়েছে। অদ্য বিকাল
৫টার দিকে উপজেলার কামারকাঠী সড়কের মোল্লা বাড়ীর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রিমঝিমকে
উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কম্পেলেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে
মৃত ঘোষনা করেন। জানা যায়, ইজিবাইকটি স্বরূপকাঠী থেকে যাত্রী নিয়ে সেহাংগলের উদ্দেশ্যে ছেড়ে যায়।কামারকাঠী সড়কের শিশু বাচ্চাটি রাস্তা দিয়ে হাটার সময় পিছন থেকে ধাক্কা দিলে শিশুটি ছিটকে পড়ে মুখমন্ডল অনেকাংশ থেতলে যায়।
ঘাতক ড্রাইভার আঃ রহিম গাড়ি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়ে কেহ অভিযোগ করেনি এবং কাউকে গ্রেফতার করা যায়নি। ইজিবাইকটি নেছারাবাদ থানা পুলিশ আটক করেছে।তবে গোপন সুত্রে জানা যায় রিমঝিমের বাবা মার সাথে অটোচলক সমিতির কতৃপক্ষ একটা সমঝোতায় আসার পাঁয়তারা চালাচ্ছে।