মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
“ফুল ফুটুক আর না ফুটুক-আজ বসন্ত” এরকম বিভিন্ন শ্লোগানে বাঙ্গালীরা বরণ করে ফাগুনকে। ফাগুনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যেকে সাজিয়ে শিমুল গাছটিপুরোপুরি বসন্তে বার্তা বইয়ে দিয়েছে। ছবিটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী (মাঝের পুল বাজার) থেকে তুলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি জুলফিকার আমীন সোহেল।