সোমবার, ২৭ Jun ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
হিজাব পরায় ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমানের মেয়ে খাদিজাকে নিয়ে সমালোচনা করেছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খাদিজার এক ছবি টুইটারে পোস্ট করে তার সমালোচনা করেন তসলিমা।
তিনি বলেন, এআর রহমানের গান আমি খুবই পছন্দ করি। কিন্তু যখন আমি দেখি তার প্রিয় কন্যাকে, তখন আমার দম বন্ধ হয়ে আসে। হতাশা প্রকাশ করে তসলিমা বলেন, একটি সাংস্কৃতিক পরিবারের শিক্ষিত নারীদের কতটা সহজে মগজধোলাই করা যায়, তা সত্যিই বেদনাদায়ক। গত বছর মেয়ে বোরকা পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলড হয়েছেন ভারতীয় সুরসম্রাট এআর রহমান। ভারতীয় ব্যবসাসফল ছবি স্লামডগ মিলিয়নেয়ারের ১০ বছরপূর্তি উপলক্ষে মুম্বাইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে ছবিটির গানগুলোর সুরকার এআর রহমানকে মঞ্চে ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তার কন্যা খাদিজাও।এ সময় বাবার সম্পর্কে বলতে বোরকা পরে মঞ্চে ওঠেন খাদিজা। তার চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না তখন। এরপর খাদিজার এমন হিজাব ধারণ বিষয়ে ভারতের সামাজিক মাধ্যমে কটাক্ষ করা হয়। নানা রকম সমালোচনা আর আপত্তিকর কথায় মেতে ওঠেন জনতা। মেয়েকে রক্ষণশীল জীবনযাপনে বাধ্য করেছেন বলে এআর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সেসব মন্তব্যে। অনেকেই প্রশ্ন করেন– বাবা গান নিয়ে সারাবিশ্ব ঘুরে বেড়ান, অথচ মেয়ের এমন বেশভূষা কেন?