মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন’স ডে হিসেবে সবার কাছে পরিচিত। এই ভালোবাসা দিবস যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। তবে ব্যতিক্রম প্রেম বঞ্চিতদের ক্ষেত্রে। তাই এবারের বিশ্ব ভালবাসা দিবসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দিবসটি উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ডায়না চত্ত্বর থেকে এ মিছিল বের করে তারা। এরপর মিছিলটি ক্যাম্পাসের পশ্চিম পাড়াখ্যাত মেয়েদের আবাসিক হল এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে ‘সব সিঙ্গেল এক হও, লড়াই কর’ ‘কাপলদের আস্তানা, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ ,’একশন একশন কাপলদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’ এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রেম বঞ্চিত সংঘের নবনির্বাচিত সভাপতি সাগর বিশ্বাসের ও সাধারণ সম্পাদক সমার দেওয়ানের নেতৃত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক প্রেম বঞ্চিত শিক্ষার্থী মিছিলে অংশ নেন। এ দিকে প্রেম বঞ্চিত সংঘের মিছিলের প্রতিবাদ জানিয়ে বিকেল ৫টার দিকে ক্যাম্পাসে পাল্টা মিছিল করে ‘প্রেম সফল সংঘ’। এসময় ‘প্রেমই শান্তি, প্রেমই সুখ’ এ স্লোগানে সকল সিঙ্গেলকে ভাল থাকতে প্রেম করার অনুপ্রেরণা দেন তারা।