রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালীতে ১১ জুয়াড়িকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট খালেদা খাতুন রেখা এ অভিযান পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুৎফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজ উদ্দিন (৪৬), টিপু (৩৮), মিরাজ (৩৫), ফয়জুদ্দিন আহম্মেদ (৩৮), নাহিদ (৩০), হাফিজুর রহমান (৩৫) ও নজরুল নাজমুল ইসলাম (৩৫)। তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও এমদাদুল হক (৬৪) নামের একজনকে ১০ দিনের কারাদন্ড- দেওয়া হয়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে বসে একদল জুয়াড়ি জুয়া খেলছিলেন। ইউএনও গোপন সংবাদের ভিক্তিত্তে জানতে পেরে পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মোবাইল ও নগদ ২ হাজার টাকাসহ ১১ জনকে আটক করা হয়। পরে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।