সুমন খান বিশেষ প্রতিনিধি
বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়াগেছে।ঘটনাটি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর ডান্ডোয়াট গ্রামে তালুকদার বাড়ীতে গতকাল শনিবার সকাল ১০ টায় ঘটেছে বলে জানা যায়।অভিযোগ সূত্রে জানাগেছে ওই গ্রামের নজরুল ইসলাম আকনের ছেলে গোলাম রাব্বি সকালে বাড়ী থেকে বাজারের উদ্যেশে রওনা হইলে পথি মধ্যে একই এলাকার ঘরামী বাড়ীর মেয়ের সাথে কথা কাটকাটি হলে একপর্যায় মৃত হানিফ ঘরামীর ছেলে হেলাল ঘরামী,দুলাল ঘরামী,হায়দার ঘরামী সহ আরা ৫/৭ জন একাত্রিত হয়ে গোলাম রাব্বিদের বাড়ী হামলা চালায়।এ সময় তাদের ঘরের আলমিরা ও সুকেস ভেঙ্গে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও গ্রামীন ব্যাংক থেকে উঠানো ১লাখ ও ভাইদের পাঠানো ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায়।এছাড়া তার বৃদ্ধ মা বাবাকে মারধর করে।একটি সুত্রে জানাগেছে ঘরামী বাড়ীর ওই মেয়ের সাথে গোলাম রাব্বির প্রেমের সম্পর্ক ছিলো।প্রায় দুই বছর পূর্বে রাব্বির বিরুদ্ধে ওই মেয়ে একটি ধর্ষন ও নারী নির্যাতন মামলা দেয়।যে মামলায় রাব্বি বর্তমানে জামিনে রয়েছে।রাব্বির মা জানান পূর্ব শত্রুতার ধরে ওই মেয়ে প্রায়ই রাব্বিকে নতুন করে বিভিন্ন মামলার হুমকি দিয়ে আসছিল।তারই ধারাবাহিকতায় গতকাল রাস্তায় দাড়িয়ে নতুন নাটক সাজিয়ে রাব্বির বিরুদ্ধে থানায় মারধরের মামলা দিয়ে তাকে আবারো পুলিশের হাতে আটক করায় এবং আমাদের বাড়ী ভাংচুর ও লুটপাট করে।এদিকে ভাংচুরের ব্যাপারে অভিযুক্ত দুলাল ঘারামীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বোনকে রাস্তায় দাড়িয়ে রাব্বি ইভটিজিং ও মারধর করে।আমাদের বিরুদ্ধে আনিত বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা ও বানোয়াট