শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
ভালোবাসা দিবসে অনেক গান ভিডিওর ভিড়ে প্রকাশ পেল নতুন মিউজিক ভিডিও ‘তুমি এতো ভালো কেন’ শিরোনামের নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন পারভিন সুলতানা ও কলকাতার আকাশ সেন।
শরীফ আল-দীনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মডেল হয়েছেন তাসনুভা তিশা এবং সাব্বির অর্ণব। ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
গানটি নিয়ে শিল্পী পারভিন সুলতানা বলেন, এটি সেমি ক্ল্যাসিক্যাল গান। একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো গান। যারা শুনেছেন প্রশংসা করছেন।
এদিকে রোববার দুপুরে সেভেন টিউনসের ইউটিউব চ্যানেলে রোমান্টিক এ গানটি অবমুক্ত হয়েছে।
দেখে নিন ‘তুমি এতো ভালো কেন’