শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
আগুনে পুড়ে গেছে অর্ধ শতাধিক ঘর। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের ফতুল্লা, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে এর সঙ্গে যোগ দেয় আরো দুইটি ইউনিট। তিনি বলেন, ১০ ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।