শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:- ফেনীর সোনাগাজীতে নানান আয়োজনে দৈনিক ভোরের কাগজ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মফিজুল হক। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের মুখপাত্র ভোরের কাগজ মুক্তিকামি মানুষের প্রিয় পত্রিকা। ২৮বছর ধরে মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের মানুষের পক্ষে কাজ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা আ’লীগ নেতা ডা. গোলাম মাওলা বলেন, ভোরের কাগজ মুক্তিযুদ্ধ ও লালসবুজের পতাকার চেতনার কথা বলে। ভোরের কাগজের প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে ও সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. ইকবাল হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক, এডভোকেট হাছান মাহমুদ মামুন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, সোনাগাজী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক নুর আলম মিস্টার, পৌর আ’লীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা নজরুল একাডেমি সভাপতি নুরুল আমিন পলাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাগাজী শাখার সভাপতি মাস্টার সুনীল রায়, পৌর শাখার সভাপতি প্রভাষক ডা. শুকলাল দেবনাথ, সাধারন সম্পাদক ডা. গৌরাঙ্গ ভৌমিক, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাবেক সভাপতি আবদুল হালিম, মু্ক্তিযোদ্ধার সন্তান ও ব্যাবসায়ী আকবর হোসেন, প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক বাহার উল্লাহ বাহার, প্রচার সম্পাদক আবদুর রহিম, সাহিত্য সম্পাদক কবি মহি উদ্দিন উদ্দিন খোকন , নির্বাহি সদস্য মমিন ভুঞা, আবু মুছা তুহিন, নজরুল সঙ্গীত শিল্পি আবদুস শুক্কুর মিলন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আ’লীগ, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, একুশের সংবাদ, সরকারি শিক্ষক সমিতি, ঐক্য পরিষদ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি, নজরুল একাডেমি, সাহিত্য ফোরাম, মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সোনাগাজী টিভি, হিউম্যান রাইটস রিভিট সোসাইটির পক্ষ থেকে ভোরেরকাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক ,কবি-সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।