স্বরূপকাঠি প্রতিনিধি:
পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠিতে উত্তর পশ্চিম সোহাগদলের বউবাজার পুঠিয়ার পুল হতে ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের যে রাস্তা নির্মানাধীন তাতে ঠিকাদার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রোপাইটর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে , মোহাম্মদ রাব্বি, ঝালকাঠী কর্তৃক ৩ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে বলে জানান। সংশ্লিষ্ট দপ্তরের আসকারা ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব নয়। সরজমিনে গিয়ে দেখেন ,নেছারাবাদ উপজেলা কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক , সম্মানিত ইউপি সদস্য, চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ ও এলাকার সাধারণ জনগনের প্রতিবাদের মুখে রাস্তাটি পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। এর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক রাস্তাটি কাজ বন্ধ করা হয়েছে। সম্পূর্ণ রাস্তাটি নতুন ইট এনে কাজ করার জন্য চিঠি দেয়া হবে বলে জানান।
এই ধরনের এই দলের রাস্তার নির্মাণ কাজের জন্য জনগণ ও এলাকাবাসী ক্ষুব্ধ হন।
এমনকি এলাকাবাসী জানান এ ধরনের কাজ কেউ যেন না করে।
যখন ঠিকাদারের মাথায় এই নিশ্চয়তা থাকে যে আমরা তাকে পরিদর্শনের আওতায় আনব না, তখন তার চোর চরিত্র প্রদর্শন করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষে উন্নয়ন কাজের গুনগত মান রক্ষার নির্দেশ দিয়েছেন।
নেছারাবাদ উপজেলা কর্মকর্তা নির্বাহি আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন,
সম্মানিত সকল এলাকাবাসীর প্রতি অনুরোধ এই যে, আপনারা আপনাদের অধিকার রক্ষার্থে এগিয়ে আসুন। আমাদের কাজের মান সম্পর্কে জানান। অসাধুদের কাজে বাধা দিন এবং আমাদেরকে অবগত করুন আমরা ব্যবস্থা নিব।