রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় গুজব ও অপপ্রচার বিরোধী ‘মৃত্যু মৃত্যু খেলা’ পথ নাটক পরিবেশিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে স্থানীয় সি.ও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্ত¡রে নাটকটি পরিবেশিত হয় ।
মান্নান হিরা রচিত এবং সাজিদুর রহমান নির্দেশিত পথ নাটকটির তত্ত¡াবধানে ছিলেন শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহি মোমেনা চৌধুরী। পথ নাটক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন,পুলিশ সুপার হায়তুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ প্রমুখ।