রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরে ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জেপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন স্কুল ও কলেজ, ভান্ডারিয়া প্রেসক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।