শনিবার, ২৫ Jun ২০২২, ০৯:৫৪ পূর্বাহ্ন
আলমপুর মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিল। আসছেন আল-ইসলাহ স্থায়ীকমিটির সদস্য আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে’র
লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা আলমপুর-এর উদ্যোগে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ও আলমপুর গ্রামের মোর্দেগানদের- ঈসালে সাওয়াব উপলক্ষে অনুষ্টিত হতে যাচ্ছে ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিল।
০২ মার্চ, সোমবার
স্থানঃ
আলমপুর জামে মসজিদ সংলগ্ন আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।
সকাল ১১ঘটিকা হইতে পরদিন ফযর পর্যন্ত।
প্রধান অথিতি হিসেবে শুভাগমন করবেন বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহ’র স্থায়ীকমিটির সদস্য- আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
আমন্ত্রিত উলামায়ে কেরামঃ
হযরত মাওলানা জ উ ম আব্দুল মুনঈম ছাহেব, মঞ্জলালী
হযরত মাওলানা ছালিক আহমদ ছাহেব, উপাধ্যক্ষ সৎপুর কামিল মাদরাসা
হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ছাহেব, ফুলতলী
হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ছাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুরাইয়া কামিল মাদরাসা
হযরত মাওলানা আজিজুর রহমান ছাহেব, ধনপুরী
হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ছাহেব ফেঞ্জুগঞ্জী
হযরত মাওলানা হাবিবুর রহমান ছাহেব, মুহাদ্দিস বুরাইয়া কামিল মাদরাসা
হযরত মাওলানা আবু ছালেহ মোঃ নিজাম উদ্দিন ছাহেব, আরবি প্রভাষক বুরাইয়া কামিল মাদরাসা
হযরত মাওলানা শফিক আহমদ ছাহেব আলমপুর
আরোস্থানীয় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন।
এতে সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাহফিল সংশ্লিষ্ট কমিটি।