শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহম্মেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল খান গুরুতর আহত হয়। সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইট বোঝাই ট্রলির মোটর সাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল এসে বাড়ি ফেরার সয়ম পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ই টবোঝাই ট্রলির মোটর সাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাকেল আরোহী সিয়াম আহম্মেদ ও রুবেল খান আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। আজ আসরবাদ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে।