শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক পর্যায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ সম্পান্ন হয়েছে। রোববার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে বিরতিহীন ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে দেখা গেছে। মঠবাড়িয়া উপজেলায় ২০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি স্কুলের ৭ জনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।
মঠবাড়িয়া ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, শিক্ষক,অভিভাবক ছাড়াই শিক্ষার্থীরাই নিজ নিজ দায়িত্বে নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করেছে।