মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার সকাল ৭টায় জিংলাতলী এলাকায় ঢাকাগামী খাদিজা পরিবহনের একটি বাস সড়কের পাশে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ৭টার সময় দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় রমজান, শফিকুল, শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হয়। তাদের সবার বাড়ি ঢাকায়। আহত হয় অন্তত আরও ১৫ জন যাত্রী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করেছে।