সোমবার, ২৭ Jun ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন যাদের জন্য দলের দুর্ণাম হচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি রোববার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে এ সব কথা বলেন। যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা অওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো ঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিহারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার , সহ-সভাপতি মোঃ শাহজাহান খাঁন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ , দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমদ , বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা কমিটির সহ-সভাপতি লিয়াকাত হোসেন তালুকদার, জাতীয় পার্টি জেপি ভান্ডারিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা মোঃ আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, ঢাকা উত্তর সিটি’র ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহীম ও তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো ঃ হুমায়ুর কবীর। বক্তারা আগামী জতীয় নির্বাচনে ভান্ডারিয়া থেকে নৌকা মার্কার প্রার্থী করলে প্রধান অতিথি বলেন নির্বাচনী ঐক্যের কারনে এ আসনে নৌকার প্রার্থী দেওয়া হয়ন।