বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খলিফা(৬০)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল পৌনে আটটার দিকে শংকরপাশ ইউনিয়নের দক্ষিন শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ৪ছেলে ও ১মেয়ের জনক। ছিদ্দিকুর রহমানের এক ছেলে মাইনুল পুলিশে সহকারী উপ-পরিদর্শক হিসেবে চাকুরী করছেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলামিন মাতুব্বর নটু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মোঃ আলামিন মাতুব্বর নটু জানান, ছিদ্দিকুর রহমান খলিফা সকালে বাড়ী থেকে বের হয়ে পিরোজপুর শহরে আসার পথে তার বাড়ীর প্রায় ৫শত গজ দূরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি সদস্য আলামিন মাতুব্বর নটুর ভাষ্য স্থানীয় কাওসার নামে এক ব্যাক্তির সাথে তার বিরোধ ছিল। কাওসার এর আগে তাকে মারধর করেছে।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল জানান, সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট সরোয়ার হোসেনের সহকারী (মহুরী) হিসেবে কাজ করতেন।
নিহতের বেয়াই শহিদুল ইসলাম খলিফা জানান, সিদ্দিকুর রহমান খলিফা সকালে তার কর্মস্থল জেলাজজ আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়ার পরেই পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে সিদ্দিকুর রহমান খলিফা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিকুর রহমান খলিফা মারা যান।
বর্তমানে সিটি এস বিতে কর্মরত নিহতের ছেলে মাইনুল ইসলাম জানান,গেল বছরের রমজান মাসে একই এলাকার ঝাউতলা স্কুল এলাকায় বসে কাওসার আমার বাবাকে মারধর করেছে। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টার্সে জানিয়েছি। আজকে আবার তার (কাওসারের) নেতৃত্বে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, পারিবারিক ও জমি সংক্রন্ত বিরোধের পূর্ব জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে এবং তদন্তের পরে বিস্তারিত বলে যাবে। এ ঘটনার সাথে জড়িতের আটকের চেষ্টা চলছে।