মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন
সাবেক এমপি,আউয়ালের জামিন আদেশ আদালত থেকে না মঞ্জুরের প্রতিবাদে পিরোজপুরের সাথে সাথে ইন্দুরকানী উপজেলায়ও আওয়ামীলীগের অঘোষিত হরতাল শুরু হয় দুপুরে। ইন্দুরকানী সন্যাসী মহা সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে রাস্তা অবোরোধ করে রাখে আউয়ালের কর্মী বাহিনী। জন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে উপজেলা বাসির। পাঁচ ঘন্টা পরে আবার জামিন মঞ্জুর!সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে দুর্নীতি দমন কমিশনের এক মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওয়লাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে।
এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।জামিনের সময় শেষ হলে মঙ্গলবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। বিচারক আব্দুল মান্নান আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতের এ আদেশের পর আউয়াল সমর্থকরা শহরে বিক্ষোভ দেখিয়েছে। এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ ও র্যাব।
আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন।বর্তমানে তিনি জেলা আওয়ামিলীগের সভাপতির দ্বায়ীত্বে রয়েছেন।