শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি থেকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ছাতক প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার কে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে গত মঙ্গলবার ৩ মার্চ থানায় জিডি দায়ের করা হয়েছে। যার জিডি নং-১৩৩।
থানায় দায়েরকৃত জিডিতে উল্যেখ গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার স্থানীয় মানিকগঞ্জ বাজারে দক্ষিণ খুরমা ইউনিয়নের পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মছব্বির কে পাবেল হত্যা মামলা থেকে প্রত্যাহারের দাবীতে ১১ টি গ্রামের লোকজন একত্রিত হয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভার সংবাদ উজ্জীবক সুজন তালুকদার তার দৈনিক আলোকিত সকাল সহ বিভিন্ন পত্রিকায় ওবিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করেন।তার পর থেকে (প্রতিবাদি কন্ঠ) নামের আইডি সহ দক্ষিণ ছাতকের নামে বিভিন্ন ফেইক আইডি থেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে গত ২৯ ফেব্রুয়ারি রাত অনুমান ১১ টায় (প্রতিবাদি কন্ঠ) নামের আইডি থেকে তার ব্যাক্তি গত আইডিতে মেসেঞ্জারে যে কোনো সয়ম যে কোনো যায়গায় তার পরিবারের লোকজন ও তাকে প্রাণে মারার হুমকি দেয়।
নিজের জীবন ও পরিবারের লোকজনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় জিডি দায়ের করেছেন। উজ্জীবক সুজন তালুকদার।