সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
প্রথমবার অপূর্বর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নুসরাত ফারিয়া—এই খবর ইতিমধ্যেই জেনেছেন পাঠক। শিহাব শাহীনের চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ১০ মার্চ শুটিং। শুটিংয়ের আগে পরিচালকের তত্ত্বাবধানে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন দুই তারকা—এটি সেই ফটোশুটেরই ছবি।
দেখুন তো কেমন মানিয়েছে দুজনকে? আসছে ঈদে ভারতীয় স্ট্রিমিং সাইট জি ফাইভে দেখা যাবে ওয়েব ফিল্মটি। অপূর্ব-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করবেন তারিক আনাম খান, সাবেরী আলম, মিলি বাশার, আব্দুল্লাহ রানা, জিসান প্রমুখ।