শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া হিন্দু মিলন মন্দিরে স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৫তম জন্মোৎসব উপলক্ষে শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী মাতৃ-পিতৃপূজা, হিন্দু ধর্ম শিক্ষা ও সংস্কৃতি সম্মেলন এবং বৈদিক শান্তি জজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। স্বামী গীতাত্মানন্দজী মহারাজের এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাষ্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, বর্তমান ট্রাষ্টি ভানু লাল দে, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরণচন্দ্র বসু, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর পরিচালক তন্ময় দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিতুল চন্দ্র বেপারী, সাধারণ সম্পাদক সঞ্জয় কীর্ত্তুনীয়া প্রমূখ। এতে প্রনবানন্দজী মহারাজের ভক্তবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।