শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়ায় কালির হাট বাজারে অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিনগত আনুমানিক রাত দুইটার দিকে উপজেলার কালিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি । সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার কালিরহাট বাজারের মুদি ও মনোহরি ব্যবসায়ি আব্দুল হালিম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটে। আগুন পার্শ্ববর্তী মুদি ব্যবসায়ি আব্দুর রব মিয়ার দোকানে ছড়িয়ে পড়লে দুই প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মঠবাড়িয়ার ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা মিলে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনা শুনে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার আজ শুক্রবার অগ্নিকাণ্ডস্থলে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যসায়িদের সহায়তার আশ্বাস দিয়েছেন।কালিরহাট বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দোকান ও মালামাল হারিয়ে এখন নিঃশ্ব হয়ে পথে বসেছেন।