শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,নিজস্ব প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ রাজ্জাক (৩৮) কে শুক্রবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজ্জাক উপজেলার বাশবুনিয়া গ্রামের মৃত. রাশেদ আলী মল্লিকের ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই নাঈমুর রহমান জানায়, ২০১৬ সালের একটি পারিবারিক মামালায় পারিবারিক জজ আদালত ঢাকা এর বিচারক ২২ মে‘১৮ তারিখ আসামী আসামী রাজ্জাককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামী রাজ্জাককে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ভগিরথপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজ্জাককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।