শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ওই ঘটনার পর তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই রোগীর বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিকরা। এ সময় এক ফটো সাংবাদিক করোনা সন্দেহে ভর্তি থাকা দুবাই প্রবাসী ওই রোগীর গলা জড়িয়ে ধরে একটি ছবি ফেসবুকে পোষ্ট করেন। সাথে সাথে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ নিয়ে অনুতপ্ত ওই সাংবাদিক জানান, তিনি ওই রোগীকে সাহস দেয়ার জন্য তার সঙ্গে ছবি তুলেছেন।