শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন
কামরুল হাসান মুরাদ:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সদরের সেনেরতাল্লুক এলাকায় মৃত মোঃ মোতাহার আলী খলিফার ছেলে মোঃ নূরুল ইসলাম খলিফার ক্রায়কৃত ১২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষরা। সোমবার (৯মার্চ) সকাল অনুমান ১০টার দিকে এই ঘটনা ঘটে। নূরুল ইসলাম খলিফা অভিযোগ করে জানান, আদালতে মামলা চলাকালিন থাকা সত্বেও সকালে একই এলাকার প্রতিপক্ষ মিজানুর রহমান, মোঃ শফিক খলিফা, আঃ বারেক খলিফা সহ আরো ৫০/৬০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার জমি দখল করতে আসলে আমি তাৎক্ষনিক থানায় গিয়ে পুলিশকে জানালে পুলিশ এসে সবাইকে শান্ত থাকার জন্য বলে চলে যান। পুলিশ চলে যাওয়ার পর আমার জমিতে জোর করে ঘর তুলে ও আমাদের ঘরে থাকা মালামাল লুটপাট করলে প্রতিপক্ষের লোকজনকে আমরা বাধা দিতে চাইলে আমার মেয়ে আফরোজা(২৫), ফিরোজা(২৪ কে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ও আমার বোন সেতারা বেগম(৭০) হামলাকারীদের আঘাতে আহত হন। এসময় আহতদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বিভিন্ন হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আরো বলেন, এই ঘটনার কিছু দিন আগেও প্রতিপক্ষরা আমার জমির গাছ কাটার চেষ্টা করে ও আমাদের হুমকি দেয়। এই ঘটনায় আমি বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারার এম,পি কেস নং-৮০/২০ মোকদ্দমা দায়ের করি। রবিবার ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা আগামী ১৫/৩/২০২০ তারিখ সকাল ৯টায় উক্ত মোকাদ্দমা সম্পৃক্ত সকল প্রকার কাগজপত্র সহ সরেজমিনে উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মিজানুর রহমান জানান, হামলার কোন ঘটনা ঘটেনি।