শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবসের পতাকা ওড়েনি কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইন্দুরকানীতে রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বিআরটিসি’র বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত- আহত-২৫ ওটিটিতে পাঠানের মুক্তির পর ক্ষুব্ধ ভক্তরা রোজা শুরু শুক্রবার ভান্ডারিয়াকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় কাউখালীতে আরো ১০০ গৃহহীন পরিবার পেল ঘর আফিফ-সোহানকে বাদ দিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের ‘খুশি আছুন্তি, জমি দেখুন্তি, নবীনজির সঙ্গে মিলুন্তি’, বললেন মমতা কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাজিরপুরে কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কাউখালীতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা এর ইন্তেকাল ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত ফাঁকা বাড়িতে ইফতার দিতে এসে রোজাদার গৃহবধূকে ধর্ষণ লালমাইয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ
চড় নিয়ে অশ্লীল মন্তব্য কঙ্গনার, চরম বিতর্ক

চড় নিয়ে অশ্লীল মন্তব্য কঙ্গনার, চরম বিতর্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায়ই আলোচনায় থাকেন এই নায়িকা। কখনও অভিনয় দিয়ে, আবার কখনও মন্তব্যের কারণে।

প্রায়ই তাকে নিয়ে হয় সংবাদ শিরোনাম। নেটদুনিয়ায় চলতে থাকে আলোচনা-সমালোনা।
এবার পুরুষে চড় মারা নিয়ে অশ্লীল মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা ও তার বোন রঙ্গোলি চান্দেল।

‘গালে চড় মারা বেঠিক আর নিতম্বে চড় মারা ঠিক? এটা কেমন। গালে চড় বেশি গুরুত্ব কেন পাবে?’ টুইটারে এই প্রশ্নের জেরে নতুন বিতর্ক তুলেছেন রঙ্গোলি চান্দেল। বোন কঙ্গনা রানাউতের এই মন্তব্য ফাঁস করেই রোষের মুখে পড়লেন তিনি।

টুইটারে বিতর্কিত মন্তব্যের জন্য সব সময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন কঙ্গনার বড় বোন তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল।

হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক নারী দিবসে রঙ্গোলির ‘থাপ্পড়’ কেন্দ্রিক এক টুইটকে ঘিরে। তাপসী পান্নুর ওই ছবি সম্পর্কে বলেন, “আমার পার্টনার আমাকে চড় মারলে আমি সাময়িকভাবে তার থেকে দূরে চলে যাব, তাকে হয়তো বাড়ি থেকে বের করে দেব কিছু মাস বা বছরের জন্য। কিন্তু সারা জীবনের জন্য তাকে আমি ছেড়ে দেবো না যদি সে নিজের ভুল বুঝে ক্ষমা চায়।”

এরপর লেখেন, এই নিয়ে নাকি বোন কঙ্গনার সঙ্গেও আলোচনা করেছেন। তাতে কঙ্গনা জানিয়েছেন, “কেউ আমাকে চড় মারলে তাকে ধ্বংস করে দেবো। কিন্তু যদি কেউ তাকে নিতম্বে চড় মারে তাহলে সেটা ভালো লাগে!”

এরপর থেমে থাকেননি রঙ্গোলি। লেখেন, “বন্ধুরা আমি তোমাদের কাছে জানতে চাই গালে চড় মারা বেঠিক আর নিতম্বে চড় মারা ঠিক? এটা কেমন। গালে চড় বেশি গুরুত্ব কেন পাবে?”

রঙ্গোলির এই নিতম্বে চড় মারা শব্দটাই ভালোভাবে নেননি অনেকে। এক সংবাদমাধ্যম তো রঙ্গোলিকে খোলা চিঠি দিয়েছে। তারা জানায়, অনুমতিটাই হলো শেষ কথা। মেয়েটি কোন বিষয়ে সহমত পোষণ করছে তার ওপরই নির্ভর করে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।

গোটা ঘটনাক্রম দেখে অবশেষে সোমবার ফের একাধিক টুইট করেন রঙ্গোলি। সেখানে জানান, বোনের সঙ্গে নিজের ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস করায় কঙ্গনার রোষের মুখে পড়তে হয়েছে তাকে। কঙ্গনা জানিয়েছে সে বোঝাতে চাইছিল পুরোটাই নির্ভর করে কোনও পুরুষের মনোভাবের ওপর, কোনটা সে জেনেবুঝে করেছে এবং কোনটা অজান্তে। কখনও কখনও একটা খারাপ দৃষ্টিও একটা সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।

এরপর একাধিক টুইটে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন রঙ্গোলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana