শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
স্টেজ মাত করলেন বলিউডের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর। ভারতের মহারাষ্ট্রের নাশিক শহরের এক অনুষ্ঠানে নাচের তালে দর্শক হৃদয় জয় করলেন এই বলিউড স্টার।
নিজের করা প্রথম সিনোমা ধড়কের জিংগাত গানে নেচেছেন জানবী। তার নাচের তালে তালে ভিড় জমান ভক্তরা। এসময় হলুদ রঙা এক পোশাকে নিজেকে রাঙিয়েছিলেন জাহ্নবী। পরে তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হয়।
ক্যারিয়ারের প্রথম সিনেমা ধড়কে অভিনয় করে এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন জাহ্নবী। খুব শীঘ্রই গুনজান সাক্সোনার দি কারিগারি গার্লে দেখা যাবে এই তরুণ অভিনেত্রীকে।