শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
মোঃ সামসুল ইসলাম আমিরুল, ভাণ্ডারিয়া || পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের টাকা উত্তোলন করে অত্নসৎাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের সভাপতি জাহানারা বেগম বলেন, আমার স্বাক্ষর জাল করে স্কুলের প্রধান শিক্ষক বুসরাত জাহান স্কুলের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ, সিলিপের ৫০ হাজার, প্রাকের ১০ হাজার ও বন্যদূর্ঘতের ৫ হাজার সহ প্রায় পৌনে তিন লক্ষ টাকা উত্তোলন করে কোন কাজে ব্যবহার করেছে তা আমার জানা নাই। আমি এ ব্যপারে প্রধান শিক্ষক বুসরাত জাহানের কাছে জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়ে ব্যাপারটি মিমাংশার চেষ্টা করেন। অভিযোগ আছে ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুসরাত জাহান স্কুলের ক্ষুদ্র মেরামত ,সিলিপ ভাউচার, প্রাক প্রাথমিকের মালমাল ক্রয়ের ও বন্যদূর্ঘতের জন্য প্রায় পৌনে তিন লক্ষ টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে বাথরুম নাম মাত্র সংস্কার করে বাকি টাকা নিজে অত্নসৎাত করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহানারা বেগম এ অনিয়মের প্রতিকার চেয়ে গত ৮ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করেছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফা বলেন , ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে বিদ্যালয়ের অত্নসৎাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আফরোজকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত পতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী বলেন, তদন্ত প্রতিবিদন হাতে পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব। এ ব্যপারে ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুসরাত জাহানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।