শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানাপুলিশ। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়ার তালুকদার বাড়ী সংলগ্ন ব্রীজের উপর থেকে আরমান তালুকদার (২৫) ও আরিফ হাওলাদার (২৩) কে দেহ তল্লাশি করে গাঁজা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। মাদকসেবী আরমান তালুকদার পূর্ব ধাওয়ার দেলোয়ার তালুকদারের পুত্র এবং আরিফ হাওলাদার একই এলাকার আমজাদ হোসেন এর পুত্র। ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান জানান এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার তাদের পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।