সুমন খান,নিজস্ব প্রতিনিধি
পিরোজপুর স্বরূপকাঠীতে নানা আয়োজন ও মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য উদযাপিত হলো বিনোদন ও সংবাদ ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট আনন্দ টিভি। ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান হয় স্বরূপকাঠিতে।বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দুপুর ১২ টার সময় স্বরূপকাঠী প্রেসক্লাবে কেক কেটে তৃতীয় বর্ষে পদার্পন করে আনন্দ টেলিভিশন। অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া ও স্বরূপকাঠী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুনির হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন পিপিএম (নেছারাবাদ-কাউখালী সার্কেল)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, এবং স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন, মোঃ সুমন খান , এসটিভি বাংলা, এস এম সায়েম আনন্দ টিভি, সাজ্জাদ সাকিব , শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, জাফর হোসেন, তরিকুল ইসলাম চ্যানেল এস , সিফাত উল্লাহ, মহিদুল ইসলাম মহিদ ,এশিয়ান টিভি , রুখসানা রুনু , সাংবাদিকরা।
২০১৮ সালের ১১মার্চ বেসকারী এ স্যাটালাইট টিভি চ্যানেলটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে “হৃদয়ের কথা বলে” শ্লোগানকে সামনে রেখে। দেশী সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে বিনোদন ও একঝাক তরুন সাংবাদিকদের নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে সংবাদ ভিত্তিক এ টেলিভিশন চ্যানেলটি। মাত্র দুই বছরে তাদের অক্লান্ত পরিশ্রমে জণমানুষের হৃদয়ে স্থাণ করে নিয়েছে, উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা আনন্দ টিভি সাফল্য কামনা করেন। জণগনের কল্যানে এ জেলার আনন্দ টিভির প্রতিনিধি এস এম সায়েম সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বিভিন্ন বিষয়ে প্রশাসনের সাথে আলাপ করে জনজীবনে দূর্ভোগসহ নানান বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে প্রশাসনকে সাহায্য করে দেশের উন্নয়ন অগ্যযাত্রায় ভূমিকা রাখবেন বলে আশাবাদী।