শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত নাঈম (২১) ইন্দুরকানী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমীনের ছেলে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের টগড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে পিরোজপুর থেকে ইন্দুরকানীতে যাচ্ছিল নাঈম। এ সময় টগড়া মোড়ে পৌছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় নাঈমের মোটর সাইকেলের। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত নাঈমকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কিছু ক্ষনে পরেই নাইম মারা যায়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। ইন্দুরকানী থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে। চালক হেলপার পালিয়ে যেতেসক্ষম হয়।