রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন
ক্যারিয়ারের সময়টা অল্প হলেও বিভিন্ন বিতর্কের তোপে পড়েছেন দিশা পাটানি। সম্প্রতি আবারও এমনই এক ঘটনায় শিরোনামে এলেন তিনি। তার নতুন সিনেমা ‘মলং’ মুক্তি পায় কিছুদিন আগে। সিনেমার সাকসেস পার্টিতে আসা মাত্রই ক্যামেরার চোখ তার দিকে।
দিশা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করেন। সেই সময় তার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই দিশাকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। দিশার ছবি দেখে কেউ বলতে শুরু করেন, বলিউডের এই অভিনেত্রী কী কখনো ভদ্র পোশাক পরতে পারেন না। আবার কেউ বলতে শুরু করেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসকে যেখানে মহামারি ঘোষণা করা হয়েছে সেখানে সেলিব্রেটিরা কীভাবে এই ধরনের পার্টি করতে পারেন!
কেউ আবার বলতে শুরু করেন, এবার অভিনয়টা একটু শিখুন, শরীর দেখিয়ে আর কতদিন চলবে বলেও দিশাকে দেখে অনেকে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন।
দিশা পরবর্তীতে এর মন্তব্য হিসেবে বলেন, ‘দর্শকদের এই বিষয়গুলোর ভালো বা খারাপ কোনোভাবে আমি বিচার করতে চাই না। শুধু বলতে চাই পোশাক নয়, অভিনয় নিয়ে সমালোচনা করুন। তাহলে হয়তো আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারবো।’