শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনা ভাইরাস সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সচেতনতা মুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। অাজ শুক্রবার বিকেলে তেলিখালী হরিনপালা ইকো পার্কে শিক্ষকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল অালম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাঃলীগের সাধারন সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন । অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা , তেলিখালী ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন , ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,সমাজ সেবক ইউছুফ প্রমুখ।এ সময় ভান্ডারিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ প্রায় ৮ শতাধিক শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ বলেন,করোনা ভাইরাসে অাতংকিত হওয়ার কিছু নেই।তিনি হ্যান্ড ওয়াস, শ্রেনী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। শেষে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে লিপলেট বিতরণ করা হয়।