শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
জুলফিকার আমীন,বিশেষ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ২২কুড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কেন্দ্র শনিবার দিনভর ফ্রি-মেডিকেল ক্যাম্প করেছে। এ ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস, স্থানীয় সংসদ সদস্যের গণ সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, সমাজ সেবক হরিদাস শিপন প্রমূখ।
প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সুবিধা বঞ্চিত রোগিদের দিনব্যাপি ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে।