মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আবারো ৩ জন নিহত পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ কাউখালীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পিরোজপুরে বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপিত কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের ছাগল বিতরণ ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত ভান্ডারিয়ায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান রাষ্ট্রীয় সম্মান নিয়ে কাউখালীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের শেষ বিদায় কাউখালীতে ব্রীজ নির্মান কাজ ৫ বছরে শেষ না হওয়ায় জনগনের ভোগান্তি চরমে কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একটি অংশ–মহিউদ্দিন মহারাজ (এমপি) মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে দুই ভাই ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহ বাবুল মারা গেছেন পিরোজপুরে প্রতারণা মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী নাজমুল গ্রেফতার কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক প্রচারনা ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
স্বরূপকাঠীতে সুদের ব্যবসা জমজমাট সমবায় সমিতি আনাছে-কানাছে দেখার কেউ নেই

স্বরূপকাঠীতে সুদের ব্যবসা জমজমাট সমবায় সমিতি আনাছে-কানাছে দেখার কেউ নেই

স্বরূপকাঠী, প্রতিনিধি
পিরোজপুর  নেছারাবাদ স্বরূপকাঠীতে জমজমাট সুদের ব্যবসা , সমবায় সমিতির নামে  চলছে অজশ্র সুদের ব্যবসা  প্রতিষ্ঠান। কিন্তু সরকারের কড়া নজরদারী থাকলেও রক্তচোষা এসব সুদিকারবারিদের নিগৃহের শিকার হচ্ছে নিম্ন ও স্বপ্ল আয়ের মানুষ। স্বরূপকাঠীর আস্থা, পিপললস্, প্রত্যাশাসহ, সন্ধ্যা ,সেবক ,ইলিশ, শাপলা , পলাশ, যুবসমাজ, একতা, নামে ও বেনামে , এবং সেবক হেলথকেয়ার, আদা বহুমুখী, সঞ্চয় ও ঋণদান  কয়েক হাজার। সুদিকারবারি প্রতিষ্ঠান ইন্দেরহাট, মিয়ারহাটসহ , সোহাগদল ,দৈহারী , আলকিরহাট, একতা বাজার, চামি,ডুবি,  এবং নামে-বেনামে গড়ে উঠছে সমবায় সমিতি শুধু নয়।ব্যবসা সমিতি স্বরূপকাঠী বাজারসহ প্রত্যন্ত গ্রামের নিম্ন ও স্বল্প আয়ের লোকজনের আর্থিক সহায়তার নামে চক্রবৃদ্ধি হারে শতকরা ২০০/৩০০ শতাংশ সুদ নিয়ে রক্ত চুষে নিচ্ছে এক ধরনের সুদ  ব্যবসায়ীরা। এতে আর্থিক ভাবে প্রচন্ড ঝুকিতে রয়েছে এখানকার গ্রামাঞ্চলের লোকজন। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব সমিতির কালেকশন বই ও মালিক পক্ষ এবং কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, বিশ হাজার টাকা লোণের বিপরীতে দুই হাজার টাকা সঞ্চয় জমা রেখে চব্বিশ হাজার টাকা সাপ্তিক/দৈনিক কিস্তির মাধ্যমে আদায় করে প্রায় তিনশত শতাংশ লাভ নিয়ে সামান্য সমেয়ের মধ্যেই ফুলেফেপে উঠেছে এসব সমিতি মালিক। প্রায়ই সাধারণ লোণ গ্রহীতা লাঞ্চিতেরও ঘটনা ঘটছে অহরহ। এসব বিষয়ে পিরোজপুর জেলা সমবায় অফিসার জানান, সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাতাশ শতাংশ লাভ নিতে পারবে এবং মাসে একটি করে কিস্তি নিবে। তাদের সদস্য সংখ্যা সিমিত থাকবে এবং সমবায় নিয়মানুসারে তারা প্রতিষ্ঠান চালাবে। সমবায়ে নামে এসব সুদের ব্যাবসায়ীদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana