রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজাউল (১৮) নামে এক ছাত্রলীগ নেতাকে শনিবার রাতে পৌর শহরের কেএম লতিফ ইনস্টিটিউশনের বেইলি ব্রিজ নামক স্থানে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ আহত রেজাউল উপজেলার সবুজ নগন গ্রামের ইউসুফ মৃধার ছেলে ও পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।