রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল, নিজস্ব প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসাদুল ইসলাম আপন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আপন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলম ওরফে ইব্রাহীম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই মাইনুল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর শহরের ৩নং ওয়ার্ডের বেড়িবাধের ওপর অভিযান চালিয়ে আসাদুল ইসলাম আপনকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এব্যপারে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।