শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে কামাখন্দ উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মাদরাসাছাত্রসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ীতে তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইয়াসিন আলী (২৩), ইলিয়াস হোসেন (২২), খালেদ হাসান (২১) এবং ইমরান হোসেন (১৪)। এরা সবাই ঢাকার তেজাগার উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদরাসার ছাত্র।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম জানান, নওগাঁ থেকে মাদরাসাছাত্রবোঝাই ঢাকাগামী একটি বাস রবিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মাদরাসাছাত্র নিহত এবং অন্তত ৯ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে গাড়ির এক সহকারী মারা যায় ও ঢাকায় পাঠানো আর এক ছাত্র মারা যায়।
হাসপাতালের আরএমও ডা. ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনা দুজন নিহত ও ৯ জন আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত এক রোগী ঢাকায় পাঠানো হলে তিনি সেখানে মারা যান। এ ছাড়া ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক ছাত্র মারা যায়। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।