শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী প্রতিনিধি
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আইসোলেশন সেন্টারের করুন দশা।নেই সচেতনতা বৃদ্ধির তেমন কোন কার্যক্রম।বিদেশ ফেরত ৫ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদের নেতৃত্বে বুধবার ১৮ মার্চ জন প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করেণ।নির্বাচিত জন প্রতিনিধিদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠনকরা হয়েছে।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে পিরোজপুরে হোম কোয়ারেন্টাইনে সংখ্যা বেড়েছে । জেলা জুড়ে ৩২ জনকে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আতংঙ্কিত না হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর কর্তৃক নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে ।
পিরোজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী বলেন, যাদেরকে (হোম কোয়ারেন্টাইন) থাকার জন্য বলা হয়েছে তার মানে এই নয় যে তারা আক্রান্ত,যেহেতু তারা অধিকাংশ দেশের বাইরে ছিলেন। তাই আশংকা উড়িয়ে না দিয়ে সচেতনতা ও অবজারভেশেনের জন্য হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে।তাদের ব্যাপারে প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন নজরদারি রাখছে। কোয়ারেন্টাইনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী আরো বলেন, করোনা নিয়ে গুজব বা পেনিক সৃষ্টি না করে সচেতন হতে হবে । নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে । পার্সোনাল হাইজেন মেইনটেন করতে হবে। জেলার সবচেয়ে বেশি (হোম কোয়ারেন্টাইন) রয়েছে মঠবাড়িয়ায় ১২ জন।