শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক।।
বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে ১০ম শ্রেনীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে মাদকসেবী সন্ত্রাসীরা কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের মুনসিরতালুক গ্রামের রফিক মল্লিকের ছেলে সহিদ সরন্মিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নাইম মল্লিক(১৩)কে চকমান এলাকার আউয়াল তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার(৩৭), আরিফ তালুকদার(২০), মজিবুর তালুকদারের ছেলে শান্ত তালুকদার(১৮),সাইদ হাওলাদারের ছেলে আকাশ(১৯), রহমান হাওলাদারের ছেলে রুহুল আমিন(২৫) মিলে ১৭ মার্চ সন্ধ্যায় কাজিসা বাজারে বসে অতর্কিত ভাবে কুপিয়ে গুরুত আহত করে। এতে নাইম মল্লিক এর ঘার ও পিঠে রক্তাক্ত যখম হয়েছে। আহত’র ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা পরবর্তীতিতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহত’র পরিবার জানান আলাউদ্দিন মল্লিকের নের্তৃত্বে এ হামলা চালানো হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।