শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি:- ফেনী মডেল থানা পুলিশ ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে জুয়ার আসর থেকে বেশ কয়েকজন সঙ্গীসহ সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে। আটককৃত ছাত্রলীগ নেতার নাম কাজী সৈকত। সে লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক সেবন, চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তার আটকের সংবাদে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কাজী সৈকত ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিন চাঁদপুর গ্রামের ধনু কাজীর ছেলে।