সুমন খান,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর স্বরুপকাঠিতে পশ্চিম সোহাগদল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে জোর করে মাটি কাটছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমান সভাপতি,চৌকিদার ও এলাকাবাসি বাধা দেয়।বর্তমানে নকশায় পরিস্কার উল্লেখিত আছে যে উক্ত জমি বিদ্যালয়ের।তার নামে আরো অভিযোগ আছে যে তিনি সভাপতি থাকাকালিন বিদ্যাল ইভয়ের জমির দলিল নিজের কাছে রাখে যা এখনও ফেরত দেয়নি।
এবং তিনি সভাপতি থাকাকালিন আলকিরহাট হক বালিকা বিদ্যালয়ের কাছে তার বিদ্যালয়ের ১8 টি বেন্ঞ বিক্রি করছে যার টাকাও বিদ্যালয়ের ফান্ডে জমা দেয়নি বলে এলাকার লোকজন জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের বিচার দাবি করছে স্থানিয় জনগন ও বিদ্যালয়ের বর্তমান কমিটি এবং শিক্ষক বৃন্দ।