শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের জনসাধাণের ব্যবহারের জন্য প্রস্তাবিত পুকুর ঘাটের জমি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মঠবাড়িয়া বণিক সমিতি। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা।
এসময় বণিক সমিতির সভাপতি মো. সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিএম কামাল, সহ সভাপতি গৌতম কর্মকার, ব্যবসায়ি সদস্য মো. মঞ্জু মিয়া, আমির হোসেন, মো. আনোয়ার হোসেন, মাকসুদ খান, তুষার আহম্মেদ, মো. জামাল আকন , ইসমাইল আকন, উত্তম কর্মকারসহ বন্দর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মঠবাড়িয়া পৌর শহরে বড় ধরনের কোন পুকুর ও বিকল্প জলাধার না থাকায় অগ্নিকাÐের সময় অগ্নি নির্বাপনে চরম পানি সংকট দেখা দেয়। ২০১৫ সালের ১৪ জানুয়ারি মঠবাড়িয়ার কাপুড়িয়া পট্টিতে ভয়বহ অগ্নিকাÐে ব্যবসায়ীরা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে শহরের কাপুড়িয়া পট্টিতে বর্তমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন খাস পুকুরের পানি সহজলভ্য ব্যবহারের জন্য একটি ঘাটলা নির্মাণের উদ্যোগ নেয়। ওই ঘাটলা নির্মাণের জন্য প্রশাসনকে অবহিত করে সরকারি জমির সাড়ে তিনফুট জমি ঘাটলা নির্মাণের জন্য ফাঁকা রাখা হয়। পরে পিরোজপুর জেলা পরিষদে বণিক সমিতি ঘাটলা নির্মাণের জন্য একটি প্রকল্প দাখিল করে। এদিকে ওই সাড়ে তিনফুট ঘাটলার জমির পাশে দোকান মালিক মো. নূরুজ্জামান তালুকদার তার দোকান ঘরের সাথে মিলিয়ে অবৈধভাবে দখল করে নেয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা পুকুরের ঘাটলার জমি ব্যবসায়ী ও জনস্বার্থে দখল মুক্ত করার দাবি জানান।
এ বিষয়ে নূরুজ্জামান তালুকদার জানান, আমার ডিসিআরকৃত জমিতে গত ২০বছর ধরে ব্যবসা করে আসছি ঘাটলার জমি দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।