বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কয়েকটি রাজ্য লকডাউন করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে নিজেই টুইট করে বিষয়টি জানান মোদি। করোনা মোকাবিলায় ফের কী বার্তা দেন, এখন সেটাই দেখার বিষয়।
এর আগে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে রবিবার লক ডাউনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার তিনি টুইটে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বহু মানুষই লকডাউন মানেনি। ফলে করোনা সংক্রমণ রোধ খুবই মুশকিল। এবার কী বার্তা দেন সেটাই দেখার। ওয়াকিবহাল মহলের অভিমত, এদিন মূলত দুটি বিষয় নিয়ে মোদি বলতে পারেন। এক, আরও কিছুদিন লকডাউনের ঘোষণা। যা কেন্দ্র সরকারিভাবে ঘোষণা না করলেও সারা দেশজুড়েই চলছে। আর দুই, নিয়মভঙ্গকারীদের আরও কঠোর সাজার ঘোষণা।
এর পাশাপাশি, অনেকেই মনে করছেন, বিশেষ আর্থিক প্যাকেজ কিংবা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার মতো বিষয়টিও বলতে পারেন প্রধানমন্ত্রী। তবে যাই হোক না কেন, ফের সারা ভারতের মানুষ যে রাত আটটার সময় টিভির দিকে তাকিয়ে থাকবে তা বলাই যায়। কারণ, করোনা রুখতে এভাবে বারংবার জাতির উদ্দেশে ভাষণ, এই উদাহরণ আগে কখনও দেখা যায়নি। ফলে এই উদাহরণ অভূতপূর্ব বটে।
আর তাই নরেন্দ্র মোদির ঘোষণা যাই হোক না কেন, সারা দেশের ১৩০ কোটি জনগণের চোখই আজ রাতে থাকবে টিভির পর্দায়। করোনা নিয়ে কী বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি, তার দিকেই।