বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসে আরও ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৫ মার্চ দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) এ ঘোষণা দিয়েছে। বাংলাদেশে করোনায় মোট সংক্রমিত হয়েছে ৩৯ জন এবং মারা গেছে ৫ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। এ নিয়ে বাংলাদেশে মোট ৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
আইডিসিআরের পক্ষ থেকে করোনা প্রতিরোধে বাড়ি থেকে না বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি করোনা প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে।
করোনা সম্পর্কিত তথ্য জানাতে ০১৯৪৪৩৩৩২২২, ১০৬৫৫-এই নাম্বারে কল করার অনুরোধ করা হয়েছে।