শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নানা উদ্যোগ ভাণ্ডারিয়ায় করোনার প্রভাবে বেকার হয়ে যাওয়া
হাজরো শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাÐারিয়ায় হাজারো হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে চাল বিতরণ করেছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে যাওয়া এসব শ্রমজীবি মানুষের মাঝে গতকাল বুধবার ৫কেজি হারে চাল বিতরণ করা হয়। এসময় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভাÐারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে ভাÐারিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার (৫০ এমএল) হ্যাÐ সেনিটাইজার, চিকিৎসকদের মাঝে ২৫০ পিপিই বিতরণ, এক হাজার পিচ হ্যাÐ গেøাবস, এক হাজার হেড ক্যাপ বিতরণ করা হয়েছে। এছাড়া শহরের প্রবেশমুখে ৩০টি স্প্রে মেশিন দিয়ে নিয়মিত জীবানু নাশক স্প্রে করছে। এছাড়া অসুস্থ রোগিকে দ্রæত উন্নত চিকিৎসা সেবা দিতে দুটি নতুন এ্যাম্বুলেন্স হ্যান্ড স্ক্যানার ক্রয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তরসহ করোনার চিকিৎসা বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় বাবদ নগদ ১৩ লাখ টাকা অনুদান প্রদান করেছে। এছাড়া পৌরশহরের ১৫টি পয়েন্টে পানির ট্যাংকি স্থাপন করে নিয়মিত পানির সরবরাহসহ সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।
এ বিষয়ে উদ্যোক্তা সংগঠন মিরাজুল ইসলাম ফাউÐেশনের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলের উচিত সচেতন ভাবে কাজ করা। আমার ফাউন্ডেশন হতে সংকট মোকাবেলায় প্রয়োজনে আরও জনহিতকর উদ্যোগ নেওয়া হবে। তবে ২০১৫ সাল থেকে এ সংগঠনের মাধ্যমে এর ধরনের জনহিত কর কাজ করে আসছে।
ভাÐারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ.এম. জহিরুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় স্থানীয় মিরাজুল ইসলাম ফাউÐেশন অভাবনীয় মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। করোনা সংকট মোকালায় এমন উদ্যোগ জনবান্ধব।