বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
তরিকুল ইসলাম, বর্তমানে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কে দেশে যখন শুনশান নিরবতা সেই সুযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা বাজারে ভুমি দস্যু চাঁন মিয়া রাতের আধাঁরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মানের চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার ২ নং নদমূলা শিয়ালকাঠী উইনয়নের নদমূলা গ্রামের চান মিয়া নদমূলা বাজারের সরকারি জমি দখল করে রাত সারে ৮ টার দিকে দোকান নির্মাণ করছেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে ভূমি দস্যু চান মিয়া পালিয়ে যায়। এসময় অবৈধ কাঠের তৈরী কাঠোমো স্থাপনা উচ্ছেদ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থেল গেলে চান মিয়া পালিয়ে যায়। এসময় আমি স্থানিয় লোকজনের হয়তায় অবৈধ্য স্থাপনা উচ্ছেধ করি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুর আলম জানান, করোনা আতঙ্কে সবাই যখন ঘরে এই সুযোগে সরকারি জায়গা দখল করে ঘর তোলার চেষ্টা করে। দেশের এই সংকট মুহুর্তে এরা অমানুষের মত কাজ করেছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।